শাসকদলকে হটাবে বলে সবাই মিলে এককাট্টা
বিরোধীরা জোট বেঁধেছে দশটা কিংবা আটটা
আসছে যত ভোট এগিয়ে হচ্ছে তারা আশাবাদী
সবাই মিলে ভাবছে এখন তারাই খাবে কলার কাঁদি
বিরোধীদের মধ্যে কেবল একটাই শুধু জাতীয় দল
বাদবাকি সব আঞ্চলিক নিজের রাজ্যে খাচ্ছে ফল
তাদের মধ্যে কেউবা আবার প্রধানমন্ত্রীর দাবিদার
চায় না কেহ বড় দলকে মোটেও দিতে একটু ছাড়
কামড়াকামড়ি তাদের মধ্যে নিত্য তো লেগে আছে
এসব দেখে শাসকদলের প্রধাননেতার চিত্ত নাচে ।
বস্তাবন্দি হাজার ফন্দি শাসকদলের মাথায় ঘোরে
বিরোধীদের স্বপ্ন ভাসিয়ে দেবেই জলের তোড়ে ।