ভোরের আলো ফোটার সাথে
যে ফুল চক্ষু মেলে
বাংলাদেশের লোকেরা সব
শাপলা ফুলই বলে ।
হাওড় বিলে দিঘি পুকুর
এ ফুল ফোটে দেখি
শাপলা সাদা হলে বলে
শালুক বলে নাকি ।
অসমীয়ায় নাল ফুল নামে
এই ফুলকেই চেনা
সংস্কৃতে কুমুদ বলে
তা জানে না কে না !