কোন দেশ যখন শামুক
শ্লথের মতো অলস
অগ্রসরের গতি শ্লথ
জনগণ থাকে মধ্যযুগে পড়ে
খাদ্য বস্ত্র কর্মসংস্থান থাকে পশ্চাতে;
কোন দেশ যখন কাঠবিড়ালি
উন্নতির শিখরে ওঠে তরতরিয়ে
না আছে তাদের থাকে না প্রাণে কোন ভয়ডর ;
উপরে ওঠার আনন্দে বিভোর থাকে শুধু মেতে
শত জনতার কোলাহল শোনে তারা কান পেতে ,
বিশ্ব মাঝারে পায় উঁচু আসন ।