এতটুকু মানুষ আমি
পৃথিবীর মতো বোবা হয়ে আছি
চারিদিকে খোঁড়াখুঁড়ি
তবুও নির্বাক আমি
চারপাশের ডালপালা ছাঁটাই হচ্ছে ক্রমশঃ
কিন্তু আমি যে বৃক্ষের মতো সর্বংসহা
দমকা হাওয়ায় দাবানলের আগুন
এই বুঝি বনাঞ্চল ছেড়ে শহরে আছড়ে পড়ে
গোধরার মতো কাণ্ড ঘটে যায় ।