ঘরে ঘরে সাড়ম্বরে সরস্বতীর পূজা করে
কী ভেবেছ মা সারদা বিদ্যা দেবে মগজ ভরে
একলা পেয়ে গভীর রাতে উঠলে তুমি বুকে চেপে
সাঙ্গপাঙ্গ ডেকে এনে বিষ ঢেলেছো তোমরা মেপে।
লক্ষ্মীদেবীর আরাধনা তোমরা করো লক্ষ্মী পেতে
জ্যান্ত লক্ষ্মী একলা ঘরে বুকের উপর উঠলে মেতে
দুর্গাদেবী রুষ্ট এখন তোদের উপর মনঃক্ষুণ্ণ
সুযোগ পেলে করবে দেখিস তোদের মায়ের ক্রোড় শূন্য
পুজোআর্চা করিসনা আর যত আছিস ভণ্ড ষণ্ডা
দেবদেবীরা হিসাব নেবে ,মিটিয়ে দেবে কড়ায় গণ্ডা ।