ইচ্ছে করে তোমার সাথে
পাশাপাশি হাঁটি
যেতে যেতে দুঃখ সুখের
গল্প আমি বাঁটি ।
নদীর পাড়ে গাছের তলে
শেষ বিকেলে বসি
ভালোমন্দের হিসাবখানা
দুইজনেই কষি ।
একা থাকার দুঃখ ভুলে
না হয় কাছে এলে
একটুখানি আমার ছোঁয়া
না হয় তুমি পেলে ।
সাহস আনো মনের মাঝে
প্রেমের শিকড় বাড়ুক
বিষণ্ণতার আঁধার ঘুচে
সপ্তপর্ণী ছাড়ুক ।