ষোল থেকে আঠারো
হয়তো বা সবে পেরয় কারো
ফোটে যেন নীবার ধানের খৈ
কেউ খোঁজে ও কই , ও খোঁজে সে কই !
উচ্ছল কল্লোল জলতরঙ্গ
ডানা মেলে ওড়ে সব মুক্ত বিহঙ্গ ।
লোকে করে বলাবলি
প্রেমের ফুটেছে কলি  
চোখে মুখে কত যে স্বপ্ন সবুজ
মানে না শাসন , মন যে বড় অবুঝ
কেউ দেয় মুচকি হাসি  
দেখে সে কাশে খুক খুক কাশি
নতুন সাঁতারু সব নেমেছে জলে
ডুব দিয়ে গিয়েছে বহু অতলে
বিকেলে পার্কে বেজে ওঠে ফোন
সে তার অতি চেনা রিংটোন ।