হে মহাজীবন তুমি ওতপ্রোত ছিল জড়িয়ে
বাহান্নর ভাষা আন্দোলন থেকে
একাত্তরের মুক্তিযুদ্ধ প্রতিটি পদক্ষেপে ;
তোমার প্রতিস্পর্ধার স্বর
ধর্মনিরপেক্ষতার মননে উদ্দীপ্ত
এক নাছোড়বান্দা প্রতিনিধি
তোমার প্রয়াণে মর্মাহত আপামর বাঙালি ।
যে গৃহে ছিল কাজী নজরুলের নিত্য যাতায়াত
পিতা মাতার প্রভাবে তুমি ছিলে সদা সাহসী
এক শৃঙ্গের মতো দুর্বিনীত
হাতিয়ার করেছো রবীন্দ্রনাথ
হুসনে বানুর কাছে হাতেখড়ি যে সঙ্গীতে
সেই সঙ্গীতকে দিয়েছো উচ্চমাত্রা নিজস্ব ঢঙে ;
রবীন্দ্রপ্রেমে এসেছিলে শান্তিনিকেতনে
সাক্ষাৎ পেয়েছো নক্ষত্র শিল্পীদের !
কত পুরস্কার তোমার ঝুলিতে দেশী বিদেশী
সৌহার্দ্যের প্রতীক তুমি
যবনিকাপাত তোমার মৃত্যুতে হে বনস্পতি ।