বন্ধু , আর একটা ভয়ংকর রাত গেল
প্রতিটি মুহূর্ত কাটে দুঃস্বপ্নে , এপাড়ার
একজন বাজার থেকে ফেরার সময় মরেছে
পাশের গ্রামের তিনজন বোমের আঘাতে
প্রতিটি পাড়া মহল্লায় রাত জেগে পাহারা
কী যে দিনকাল চলছে
কবে কাটবে এই অমানিশা
উত্তর প্রদেশ , আসাম , হরিয়ানায় , উড়িষ্যায়
সংখ্যালঘুদের নাকি বাঁচার অধিকার নেই ।
তাদের চোখের পানি শুকায় না
বীভৎস নিষ্ঠুর মৃত্যু কখন যে কীভাবে আসে
ট্রেনে বাসে খুব ভয়ে ভয়ে থাকতে হয়
দিনে দিনে পদপিষ্ট হচ্ছে
এগ্রামে ওগ্রামে এদেশে পাশের দেশে সর্বত্র
প্রতিবেশীরাও কেমন অচেনা হয়ে যায়
বাল্যবন্ধু পথ এড়িয়ে চলে ।
দেশ থেকে দেশান্তরে চলে সংখ্যালঘুদের উপর রোলার ;
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ,
কোন দেশে আবার কৃষ্ণাঙ্গদের উপরে
একা পথ চললেই বিপদ আসে ঘনিয়ে
ইরাকে কুর্দদের উপরে , পাকিস্তানে বাংলাদেশে
হিন্দু ও বৌদ্ধদের উপরে , আফগানিস্তানে
বৌদ্ধস্মৃতি ধুলিসাৎ অযোধ্যার বাবরি মসজিদের মতো ;
কোন দেশেই তাদের চোখের জল শুকায় না
কবে কোন প্রপিতামহের বংশধর সেখানে গড়েছিল
বসত ; আজ তারা কোণঠাসা
প্রতিরোধ গড়ার ক্ষমতা নেই , দেয়ালে পিঠ ঠেকে গেছে ;
শুধু মৃত্যুই তাদের চিন্তামুক্ত করতে পারে ।