দেশে দেশে খাদ্যে কত তফাৎ রুচিতে
কেউ খায় তৃপ্তিতে কারো বাধে শুচিতে
কুকুরের মাংসের চাহিদা যে কোহিমায়
ইঁদুর ব্যাঙের মাংসে তারা নাকি বল পায় ।
মাংস হলেই হলো গরু মোষ বা শূকরের
রান্না হলে ভালো আস্বাদের নেই ফের ।
চীনারা সব খায় সাপ ব্যাঙ তেলাপোকা
ব্যাঙ্ককে পোকা খায় বুড়ো বুড়ি খোকা ।
কারো মন ভরে দেখি পিৎজা ও পাস্তায়
বাঙালীর মন ভরে কাঁচালঙ্কা পান্তায় ।
আপ রুচি খাদ্যে মানুষের মন ভরে তাই
আহারের সম্ভারে বিচিত্র সব খাবার পাই ।