স্যর আমার ফাইলটা কতদূর এগোলো
: বুঝতেই পারছেন অফিসের যে চাপ
স্যর খামটা ধরুন , ইফতারের জন্য সামান্য
: এসবের আর দরকার কী ছিল
কাল ফার্স্ট আওয়ারে নিয়ে যাবেন ।
স্যর , আপনার ফাইলটা কমপ্লিট ; অফিসে বসে
ঘুষ নিলেন এই রমজান মাসে ?
: আপনার ডিউটি আপনি করুন
কই দেখি আপনার ফাইলটা
নিজের কাজে মনোযোগী হন , তাছাড়া
এটা তো ঘুষ নয় , তোহফা পেলাম
ঘুষ আর খুশীতে কিছু উপহার তো সমান নয় ।
: এই বড় তরমুজ , দু কেজি আপেল , এক কেজি আঙ্গুর দিন ।
স্যর এই নিন , মাত্র আটশো টাকা
: আপনারা তো দিনে ডাকাতি করছেন ;
রমজান মাসেও আল্লাহর ভয় নেই এতটুকু !
মাছ বাজারের সেরা ইলিশ ,
বউয়ের জন্য জামদানি নিয়ে
অফিসার ফেরে বাড়ি রাত নটায় ।
: এই মামা যাবে গুলশান ?
কেন যাবো না , উঠুন !
: এই মামা একটু থামো তো
শাকিলা উঠে পড় জলদি ।
শাকিলা : আমার স্বামী তো বাড়িতে ফিরেছে
: তুমি ম্যানেজ করে নিও , বলবে অফিসে কাজের চাপ ছিল ; আজ তোমাকে নিয়ে ইফতার করবো ।
রিকশা গেল থেমে , কানে এলো নামুন , যাবো না ।
: মগের মুলুক নাকি , যাবে না কেন ?
এই রমজান মাসে কোন পরকীয়াকরা যাত্রী
নিয়ে নিজেও পাপের ভাগীদার হতে চাই না ;
রোজাদারের মেজাজ থাকে নরম
আপনার দেখি গরম তাওয়ার মতো গরম ।
: তোমার সাহস তো কম নয়
বুঝলে কী করে আমরা পরকীয়া করি !
সে তো আপনাদের বেলজ্জাটে কথাবার্তায়
ছিঃ এই রমজানেও , ছিঃ !