( পবিত্র কুরআনের আল লাইল সুরা অবলম্বনে )
শপথ রজনীর যখন আচ্ছন্ন হয় তমসায়
আর কসম দিবসের যখন ভরে যায় আলোকমালায়
শপথ সেই তাঁর যিনি সৃষ্টি করেছেন নর ও নারী
নিশ্চিত তোমাদের কর্মপ্রচেষ্টা ভিন্ন রকমের
তাই যে করে দান আর উত্তমরূপে করে বসবাস
আর উত্তমকে সত্য বলে করে বিশ্বাস
তার চলার পথ করে দেব সুগম
এবং যে করে কার্পণ্য
ভাবে নিজেকে স্বয়ংসম্পূর্ণ
আর শ্বাসতকে মনে করে ভ্রান্ত
তার চলার পথ হবে কঠিন হলেও সুগম্য
তার সম্পদসমূহ হবে ব্যর্থ
সে হবে অধঃপতিত
সঠিক পথপ্রদর্শন করা আমার দায়িত্ব
ইহকাল ও পরকাল আমার অধিকারে
তোমাদের করেছি সতর্ক লেলিহান পাবকে
হতভাগা যারা তারাই যাবে সেখানে
যারা ফেরায় মুখ আর করে না বিশ্বাস
এসব থেকে দূরে থাকবে যারা চলে সঠিকপথে
এবং দান করে নিজের মঙ্গলের জন্য
তাকে কোন অনুগ্রহের দিতে হবেনা প্রতিদান
তার প্রভুর সন্তুষ্টির প্রত্যাশায় যিনি মহান
আর অচিরেই হবে সন্তোষ ।
( মূল বক্তব্য --- মানুষের প্রচেষ্টা বিভিন্ন প্রকারের । তথাপি তার মধ্যে এক প্রচেষ্টা এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর সঙ্গে কারো অংশীদার না করা । নিঃস্বদের মধ্যে দান , উদার মনোভাব ইত্যাদি মানবিক গুণাবলি অর্জন করা । সত্যকে গোপন করা , মিথ্যা বচন , অহংকার প্রকাশ , কৃপণতা করা , সাধারণ মানুষের অধিকার নষ্ট করা ইত্যাদি খারাপ গুণ বর্জন করা । পরকালের সাফল্য অর্জন এবং অবিশ্বাসী , অকৃতজ্ঞতা প্রকাশ তাদের ব্যর্থতা এবং পরকালে শাস্তি অবধারিত )