আজকেই হয়তো শেষ রোজা
কালকে বাঁচি কি না
রোজা রাখা ভাগ্যের কথা
সুযোগ সদা পাই কিনা ।
ভাবতে হবে এটাই হয়তো
রেখেছি আজি রোজা
হয়তো রাতেই হতে পারে
চিরতরে চক্ষু বোজা ।
রোজা করা নিয়ম মেনে
চলা বড়ই শক্ত
পারে কেবল আল্লাহর অলি
যিনি আল্লাহর ভক্ত ।
যত রকম মন্দ রিপু
দমন করতে পারে
মহা হাকিম খুশি হয়ে
পুরস্কার দেন তারে ।
আমরা যদি রোজা রাখি
লোকদেখানোর জন্য
তবে সেটা হবে জানি
পশুর মতো বন্য ।