দিয়া বলে কেমন রে তুই রিয়া
একা একা চললি কেন বসনিয়া
বসনিয়ার রাজধানী সারায়েভু
দারুন শহর যাইনি সেথায় কভু
হারজিগোভিনা নিয়ে দারুন দেশ
অজস্র জিনিস সেথা আছে বেশ ।
কী যে বলি তোকে দিয়া সত্যি
বলছি না আমি মিথ্যে একরত্তি
বাধ্য হয়ে যেতে হচ্ছে বসনিয়া
হুকুম তামিল করতে যাব বস নিয়া ।
বস যে আমার প্রশংসায় পঞ্চমুখ
চাকরিহারা হলে আমার বাড়বে দুখ।