মোবাইল সেট ছিল একটাই
রিংটোন ছিল তিনটি
টোন শুনে বুঝে নিতে
সুবিধা কে করে কোনটি ।
বৌয়ের জন্য ফিটকরা ঘণ্টা
সংকেত বিপদের ধ্বনি
বেজে বেজে থেমে যেত
কৈফিয়তের প্রমাদ গনি ।
বন্ধুজনের এলে কোন ফোন
বাজে হেমন্তের গান
আড্ডা জমানোর আশায়
চনমনে হয় প্রাণ ।
কেবল একটাই ফোন এলে
না বেজে ভাইব্রেট
ঈষিতার ফোনে সেটকরা সেটা
বাড়ে বুকের স্পন্দন রেট ।