লালবাতি জ্বলে না যে
সবুজবাতি জ্বলে
দিনের বেলা ভিড় থাকে না
রাতে দলে দলে ।
গন্যমান্য নেতা থেকে
সবরকমের পুরুষ
আসলে সেথা নড়তে চায় না
হারিয়ে ফেলে হুঁশ ।
টাকা ওড়ায় নেশার চোটে
আনন্দে মসগুল
বখরা পেতে মাঝে মধ্যে
পুলিশ ফোটায় হুল ।
সব শহরে খুঁজলে পাবে
এলাকা রেড লাইট
দিনের বেলায় ভিড় থাকে না
জমেজমাটে নাইট ।