গুটি গুটি ভীরু পদক্ষেপে
যখন আমি এগিয়ে যাই তোমার দিকে
তখন যে এসে আমার সান্নিধ্যে
আমার কোলে মাথা রেখে
শুতে কে না চায় মনেপ্রাণে
আমি তাকে দিতে পারি
নিবিড় আলিঙ্গনে
সুগভীর চুম্বনে
শরীর ও মনের প্রশান্তি ।