রাষ্ট্র বিরোধী দলের ভয় করুক না করুক
তারা যতই শাসকের বিরুদ্ধে তড়পে মরুক
রাষ্ট্রের তাতে বয়েই গেল , কিছুই না হয়
শুনেছি শুধু কবিকেই শাসকের যত ভয়
কবিদের উপর শাসকেরা কেন এত রাগে
শাসকেরা নাকি কবিকে আনতে পারেনা বাগে ।
কবি ভার্জিল , ওভিদ হয়েছিলেন বিতাড়িত
নাজিম হিকমতের জীবন কারাগারে কাটিত ;
ফাঁসিকাঠে ঝুলেছিল বেঞ্জামিন মোলওয়াজ
তবু শাসকের করেনি তোয়াক্কা করেনি তোয়াজ ;
ইজরায়েলকে হত্যাকারী দেশ বলার অপরাধে
গাজার অধ্যাপক-কবি রেফাত আলারির রোধে
ইজরায়েল পাঠিয়েছিল শক্তিশালী বোমারু বিমান
রেফাত সহ পরিবারের অনেকের কেড়েছিল প্রাণ ।
মারাঠী শূদ্র কবি তুকারাম কবিতা লেখার জন্যে
ব্রাহ্মণেরা তাঁকে হত্যার জন্য হয়ে পড়েছিল হন্যে ।
সিরিয়ার কবি অ্যাডোনিস লিখে যান কবিতা
কারাগারে বসেই ভরাতে হয়েছে কবিতার খাতা ।