চারশো বছর আগে ছিল
বঙ্গ কেমন দেশ
রেল্ফ ফিচ নামে সাহেব
লিখে গেছেন বেশ ।
মহান মুঘল সাম্রাজ্য কালে
এসেছিলেন তিনি
দিল্লি হয়ে এই বাংলায়
নদীপথে যিনি ।
কাশী দেখে পাটনা দেখে
বাংলায় আগমন
বঙ্গদেশের সৌন্দর্যেই
মুগ্ধ তাঁহার মন ।
এই দেশেতে সেই সময়ে
ব্যাঘ্র বনের বরা
গাছগাছালি সবুজ বনে
লম্বা ঘাসে ভরা ।
পর্তুগিজের ঘাঁটি ছিল
হুগলী নদীর তীরে
সওদা জাহাজ ছেড়ে যেত
আসতো সেথা ভিড়ে ।
ফিচ সাহেব প্রথম ব্রিটিশ
জোব চার্ণকের আগে
ছিঁড়ল সিঁকে কপাল জোরে
ইস্ট ইন্ডিয়ার ভাগে ।