চাইলে আমি দিতে পারি
বাগান পুষ্পভরা
যত্ন করে রাখতে হবে
হেলিত না হয় ওরা ।

চাইলে আমি দিতে পারি
ফুল বৃক্ষ পাখি
যত্ন লাগবে দিদির মতো
পরিয়ে দিয়ে রাখি ।

চাইলে আমি দিতে পারি
খাল বিল জলাশয়
নৌকা চলে , শালতি চলে
যেন ভরাট না হয় ।

গাইবে পাখি এদিক ওদিক
পাখির কলতান
গুঞ্জরিয়া মৌমাছিরা
তাদের লতা বিতান ।