একসময়ে তদানীন্তন পারস্য বর্তমানের ইরান
বর্তমান আমেরিকার চেয়েও বহুগুণ শক্তিধর
তৎকালীন সর্বকালীন সুপার পাওয়ার
পারস্য সম্রাটের ভয়ে সবাই ছিল তটস্থ
অহংকারের মদগর্বে ধরাকে জ্ঞান করতো সরা
সাম্রাজ্যের সীমানা দিনে দিনে বহুদূর বিস্তৃত ।
ঠিক এমন সময়ে হয় কুরআন অবতীর্ণ
সেই পবিত্র ঐশী গ্রন্থের ভবিষ্যতবাণী :
"খুব অচিরেই পারস্যের দম্ভ হবে চূর্ণ"
যারা ছিল সেইসময়ে চরম অবিশ্বাসী
তারাই ধরে বাজি : যদি হয় তিন থেকে নয় বছরে
পারস্য পরাজিত তবে মানবো কুরআনের বাণী ;
এই বাণী অবতীর্ণের ঠিক সাত বছর পরে
রোমান সম্রাট পারস্যরাজকে করে পরাজিত
অবিশ্বাসীরা চরম বিস্মিত যারা ধরেছিল বাজি ।