অহেতুক তুমি দায়ী কর নিজেকে
এই দুনিয়ায় ভরা যত মাতালে
শুঁড়িখানা ঘুরে দেখে এসো না হয়
কীভাবে সব যাচ্ছে ফোয়ারার পাতালে ।
মাছি এসে ঠোঁট চেটে যায় সব্বার
দোষ খোঁজে না কুকুরে
স্বচ্ছ সরোবর ভেবে লোকে
ডুব দেয় এঁদো পুকুরে ।
কেন তুমি ঘুরে বেড়াও নিয়ে গ্লানি
অকারণে দাও নিজেকে দণ্ড
পাঁচ অধ্যায়ে সমাপ্ত পুস্তক-জীবন
অনন্ত সময়ে বরাদ্দ এক খণ্ড ।