এখনো পুজোর মণ্ডপে মণ্ডপে
গম্ভীর মন্দ্রে শারদীয় উৎসবে
অজর অক্ষয় বীরেন্দ্র কৃ্ষ্ণ ভদ্র
উদার ভরাট গলায় বাজে স্ত্রোত্র ।
তবুও অনেক ভালো বাংলাগানের
সুললিত সুর লারেলাপ্পা হিন্দিগান হঠিয়ে
আবার স্বমহিমায় ফিরে আসে
সেই ছোটবেলার স্বপ্নময় দিনের মতো।
রবীন্দ্র , নজরুল , রজনীকান্ত
দ্বিজেন্দ্রগীতি , অতুলপ্রসাদী , রামপ্রসাদী
এখনো যায়নি ফুরিয়ে
হেমন্ত সন্ধ্যা আরতি আশা লতার
সুমধুর বাংলাগানে আকাশ বাতাসের সাথে
বাঙালির প্রাণমন ভরে ।