তোমার ফাণ্ড বাড়ছে কত দিনের পর দিনে
আমার মন শান্তি খোঁজে এই শহরে আর ঐ শহরে
তোমার বাড়ি উঠছে কেমন দিনে দিনে ফুলেফেঁপে
আমার চরণ ধুলো কুড়ায় দেশ থেকে দেশান্তরে ।
তুমি যখন প্লট খোঁজ নতুন জমির সন্ধানে
দরাদরি করে আবার দিতে পার বায়না
আমি তখন প্লান করি নতুন নতুন লেক দেখার ।
তোমার অনেক শান্তি মনে এ-বাড়ি আর সে-বাড়ি
দূরের দেশে তখন আমার চরণ ক্লান্ত ভীষণ ।
তোমার সঞ্চয় বাড়ি জমি লন ভরে যায় ফুলে ফুলে
জমা আমার মনের কোণে নিরিবিলি ভাবি বসে
পার্থিব সুখশান্তি ধরে রাখে কুলের বাতি তোমার
আমার মন তখন ফুলেফলে দেশ বেড়ানোর ছবিগুলো ।