হদ্দমুদ্দ খেতে গিয়ে
ছোট্টুমিয়ার দেরি
দৌড়ে দৌড়ে গাড়ি ধরে
করতে কথার ফেরি ।
ফন্দি সদাই আছে মনে
মাথার ভিতর পোকা
কথার জালে পড়ে লোকে
বেমালুম হয় বোকা ।
ডাবল হবে দু' বছরে
পড়ে যখন আশায়
টাকা দিয়ে বিড়ার দাদা
কেঁদে চক্ষু ভাসায় ।
পাঁচটি বছর কেটে গেল
ফেরতের নাম নাই ।
প্রতারকের ফাঁদে পড়ে
বিড়ার দাদাভাই ।