মায়ের গর্ভে সেই যে আমাদের বিবর্তন
প্রতি নিয়ত অবস্থার হয়েছে পরিবর্তন
ভূমিষ্ঠ হওয়ার পরও থাকে অব্যাহত ;
কেউ মানব কেউ বা দানব , দানব করে ক্ষত
মানব চাহে আসুরিক শক্তির প্রতিবিধান ;
লুণ্ঠিত সম্ভ্রম নারীর , হারিয়ে যায় জীবনের গান
যুগে যুগে চলে আসে ক্ষণিক অস্তিত্বের লড়াই
নরকীটের মুখে তবুও শুনি মানবের বড়াই ।
রাজা হতে বিবর্তিত হতভাগা এ-দেশে শাসক
চিরকাল থেকে গেছে উদাসীন , হয়নি প্রশাসক ।