মেঘ তার দুঃখ লাঘব করার জন্য বুঝি
বৃষ্টি হয়ে ঝরঝর করে ঝরে ধরিত্রীর বুকে
রাতের কান্না দেখা যায়
সকালে ঘাসের উপর শিশিরে
সূর্য এদের সকলের দুঃখ বোঝে
তাই প্রতিদিন নিয়ম করে
হাসিমুখে ভরিয়ে দেয় !

মাস্কট , ওমান
(১৬-১১-২০২৩)