গণতন্ত্র শিলে পিষে
হামানদিস্তায় থেঁতো
প্রজাতন্ত্র
বেসন দিয়ে ভেজে ভেজে
গরম তেলে কড়ায় ফেলে
নতুন প্রগতন্ত্র ।
গরম গরম পরিবেশন
চা চানাচুর চাইলে পাবে
দেশে এখন চলন
সারা দেশে রাজ্যে রাজ্যে
চাষ চলছে জোর কদমে
বাড়ছে অনেক ফলন ।
নতুন তন্ত্র প্রগতন্ত্র
চাহিদা যখন তুঙ্গে ওঠে
বিদেশেতে রপ্তানি
ডলার আসে বস্তা ভরে
গ্যাস জ্বালানি ইলেকট্রনিক
হবে এবার আমদানি ।