প্রদোষবাবু মাঝে মাঝেই বাইরে খেতে যান
কারো কাছে আমন্ত্রণ না পেলে হোটেলেই খান
নানান স্বাদের খানাপিনায়া ওঁর কিঞ্চিৎ আসক্তি
বাহারি প্লেটে , কখনো কলাপাতায় , মাটির থালায়
ডাইনিং টেবিলে বা মেঝেতে আসন গেড়ে
পানপাত্র বেশ আকর্ষণীয়
খাওয়ার আগে চা খেলে তাঁর হজম হয়
তাই চায়ে চুমুক না দিলে খাদ্যে ভক্তি আসে না
রঙিন ফ্যান্সি সেসব কাপ
বাড়িতে বউ অনেক ব্যবস্থা করা সত্ত্বেও
হাজার অনুরোধ করেও এই বাইরে খাওয়া
বন্ধ করতে পারেননি ;
অশান্তি হয় মাঝে মধ্যে
তবুও প্রদোষবাবুর অভ্যাস বদলায় না ।