ফেলুদা ওরফে  প্রদোষ মিত্রের একটাই গুণ
কোন জটের একটা খেই ধরতে পারলে
তার জট ছাড়াবেনই ছড়াবেন
কোন আপস নেই
যতক্ষণ না জট ছাড়িয়ে খোলসা করবেন
ততক্ষণ না তাঁর আহার নিদ্রা দূরের কথা
জল পর্যন্ত স্পর্শ করেন না
মাঝে মাঝে এজন্য তাঁকে বেশ হাস্যকর
মনে হয় তাঁর সহকারী জটায়ুর চরিত্র
কিন্তু তোপসে খুব সিরিয়াস
ইদানীং একটা ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে
মিস্টার বসু যে ভয়ংকর অভিযোগ করেন
তার খেই ধরে মিত্তির বাবু কেঁচো খুঁড়তে
সাপ বের করে চারিদিকে রৈ রৈ কাণ্ড
সন্দেশখালিতে যে কেউটের আস্তানা দেখে
ভিতরে একটা জ্বলজ্যান্ত কেউটে সাপ ,
তার ছানাপোনা ঘাঁটির সন্ধান পেয়েছেন ;
এখন মিস্টার বসু অপরাধীর মতো
থোঁতা মুখ ভোঁতা তবুও
শুধু শুধুই খালি গলাবাজি করছেন ।