নষ্ট মেয়ের সাজের বাহার
সতী নারীর মলিন
আম জনতা চুলোয় যাক
বামন শুধু কুলীন ।
সুযোগ পেলেই গায়েব করে
মায়ের বড় গলা
চোখের পলক ফেলতে সারা
আছে কেবল নোলা ।
ধনী ধনের স্বপ্নে বিভোর
টাকার জন্য চিন্তা
নিঃস্ব লোকের শান্তি অঢেল
মনটা 'তা ধিন্ তা' ।
(চোলপন আটা , কিরগিজস্তান , ৫-৬-২৪)