যেখানে দেখিবে ছাই , উড়াইবে তাই ----
এই প্রবচনে রেখে দৃঢ় বিশ্বাস
যেখানেই দেখি যে ছাই , উড়িয়ে যাই তাই
দুঃখের কথা কী আর বলি ---
সেদিন এক চায়ের দোকানে ভীড়ে গিজগিজ
শীতের রোদ্দুরে বাঁশের বেঞ্চে বসে
জমজমাট চা-পানের আড্ডায় জমেছে আসর
অমনি হঠাৎ চোখে পড়ে
চায়ের দোকানেরই পাশে
বাজারের যত চায়ের দোকানের ছাই আছে জড়
কী ভীমরতি এলো মনে কুক্ষণে
দুহাতে ওড়াই ছাই যদি কিছু মেলে ভেবে
চারিদিকে ওড়ে ছাই , চোখ মুখ ঢেকে যায়
তবুও ছাড়িনি আশা , মিললেও মিলতে পারে
অমূল্য রতন কোন ; আচমকা লোকজন দেয়
গালাগালি , বলে অকথ্য বুলি , বুঝি তেড়ে আসে !
প্রাণভয়ে ছুটে পালাই , পিছু শুনে চরণধ্বনি
দৌড়ে মরি উর্ধ্বশ্বাসে !
নাককান মলা খেয়ে দিই প্রবচনে বিদায় ।