ব্যর্থতাই সফলতার চাবিকাঠি
এটাকেই মূলমন্ত্র করে আমি পড়িনি ভেঙে এতটুকু
রবার্ট ব্রুস যুদ্ধে পরাজিত হয়ে
এক পরিত্যক্ত গুহায় আশ্রয় নিয়ে
এক মাকড়শার ঘটনা দেখে শিক্ষা পেয়েছিলেন
রামিজের জীবনেও এমন এক ঘটনা দেখে
পেয়েছি প্রেরণা , গিয়েছি এগিয়ে
আমার উৎসাহ বেড়ে যায় বহুগুণ
তাই ফারজানার বারংবার প্রত্যাখ্যান সত্ত্বেও
আবার দাঁড়িয়েছি সামনে রেখেছি চোখ
কায়মনোবাক্যে চেয়েছি প্রত্যাখ্যাত না হতে
অবশেষে এসেছে সাফল্য
রবার্ট ব্রুসের মতো পেয়েছি সাম্রাজ্য
আমার ইউটোপিয়ার রাজ্য ।