ইয়া আল্লাহ্ , ইয়া রব্বুল আলামিন
আমাকে সঠিক পথে চলার দিশা দিন
তুমি পরম রহিম , তুমিই বড় রহমান
তুমি করুণাময় তুমি বড় মেহেরবান
কখনো যেন আমি বিপথগামী না হই
তোমার , রসুলের নির্দেশিত পথে রই ।
বঞ্চিত করো না তোমার অপার অনুগ্রহে
নামাজ রোজা করি যেন অন্তরের আগ্রহে
লোক দেখানো ভণ্ডামি কদাচ না চাই আমি
তুমি সবই বোঝ সবই জানো হে অন্তর্যামী
কুরআনের বাণী যেন প্রবেশ করে মর্মে
সঠিক পথে চলি যেন মানবতার ধর্মে ।