সাতবার প্রতিজ্ঞা করেছি ধূমপান না করার
তিন দিন যেতে না যেতেই ভেঙেছি আমার পণ
কোন কিছু না বলে নেওয়া গর্হিত অপরাধ
জেনেও অফিস থেকে এ-ফোর কাগজ কলম
মনের অজান্তে পকেটে রাখি ।
তিরিশ বছরে ছত্রিশ বার পণ করেছি
আজ থেকে বিছানা আলাদা , কথা না বলার
মাঝরাতেই আবার ঘেঁষটে ঘেঁষটে পাশে গিয়েছি ;
কতবার প্রতিজ্ঞা করেছি নিরুদ্দেশে বেরিয়ে পড়ার
সেজেগুজে কিছুদূর গিয়েও আবার চোরের মতো এসেছি ফিরে ; পরকীয়া অপরাধ জেনেও
ঝুঁকেছি চেনা অচেনা কারো সাথে ;
যখন আমি নির্দিষ্ট রজ্জুর সাথে বাঁধা
গৃহমুখী না হয়ে পারিনা ।