বয়স পালায় , কীভাবে পালায় কোথায় যায়
বয়স তো বাড়ে না , দিনে দিনে কমে
চাঁদের ক্ষয়ের মতো তবু চাঁদ তো ফিরে পায়
আগের রূপ যৌবন  সকল কলা ফুটিয়ে
আবার ফিরে আসে চোখের সামনে ;
দুনিয়ার বোঝা ঘাড়ে আমি আছি দাঁড়িয়ে ।
যে পুকুর ছিল আমার সাঁতারের আঁতুড়ঘর
মাটি ফেলে ফেলে চারিদিক ছোট হয়ে গেছে
মরসুমী ধান সবজি পাটের জমি
বকের মাছরাঙার নেই আনাগোনা
কাকের কর্কশ চীৎকারে এখনো ভাঙে ঘুম
নেই শুধু কোকিলের কুহু কুহু রব ।
যে যার পরিচয় রেখে যায়
যেখানে যাওয়ার ছিল সেখানেই যায় চলে ।