(কুরআনের আল কাওসার সুরার ভাবালম্বনে রচিত)
((পরম করুনাময় আল্লাহর নামে আরম্ভ যিনি বড় মেহেরবান )
নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি কাওসার
সুতরাং তুমি প্রতিষ্ঠা কর নামাজ আর
তোমায় আহ্বানি
কর কুরবানি ।
তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী
নির্মূল নির্বংশ হবে তারই ।
(প্রেক্ষিত : আরবের অবিশ্বাসীরা রসুলুল্লাহর পুত্র সন্তান না থাকায় বা মারা যাওয়ায় সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামকে নির্বংশ অপুত্রক বলে কটূক্তি করতো । তখন আল্লাহ তাঁকে সান্ত্বনা দেন এই বলে যে তিনি কাওসার নামক এক বেহেস্তি নহর দান করেছেন যার জল অতি সুপেয় এবং তাঁকে যারা অপুত্রক বলে তারাই নির্বংশ হবে ।)