শেষ নবি একদা দ্বিপ্রহরে
হেঁটে চলেন রুক্ষ বালির পথে
সহসা চোখে পড়ে এক উট
বয়সের ভারে দুর্বল শরীর
পিঠে তার চাপানো বোঝার ভার
নুয়ে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়
উটের মালিক নির্মম কষাঘাতে তারে
দ্রুত গতিতে চলার তরে
পিঠে তার চাবুকের দাগ
তবুও না পারে বাড়াতে গতি ।
এহেন দৃশ্যে ব্যথিত নবি এসে কাছে
তোমার উট রোগা বয়সের ভারে ন্যুব্জ
তদুপরি তার পিঠে বোঝার ভারে
জোরে যেতে না পারে
তবুও চাবুকের আঘাতে কেন কর জর্জরিত ?
একথায় উটের চালক
নিজের ভুল বুঝে নেমে আসে উট হতে
চাবুক ফেলে দিয়ে দূরে
গায়ে বুলিয়ে হাত দিয়ে ব্যথিত অন্তরে ।