কোন নতুন দেশে প্রথম ভ্রমণ
মানেই সব কিছুই অদেখা
যখন নতুন কোন দেশে যাই
আগ্রহের রেখাচিত্র উর্দ্ধমুখী
আলিবাবার গুহাখোলা
চারিদিকে বিস্ময় আর বিস্ময়
হৃদয়ভরে নিয়ে গিয়ে
সঞ্চিত সম্পদ উপভোগ করা ,
অবসরকালে রোমন্থন;
আমার সঞ্চিত পার্থিব সম্পদ
যা পরশপাথরের চেয়েও দামি ।