পীরের ছেলে তুমি নাকি
নিজে বলো পীরজাদা
লোকে কিন্তু ভাবে জানি
তুমি একটা হারামজাদা ।
রাজনীতি সমাজনীতি
চাও যে তুমি উঁচু আসন
মিথ্যে কথার ফুলঝুরিতে
দাও যে তুমি কত ভাষণ ।
নিজের স্বার্থ আগে দ্যাখো
পরোপকার চুলোয় যাকগে'
আসন আগে অর্থ আগে
ঘুষখোর নাম থাকে থাকগে' ।