ডানা আছে উড়তে পারিস ভাবিস নিজে পাখি
ওরে কী ভাবিস তুই মস্তবড় এমন বোকা
অবুঝেরা ভাবতে পারে তোকে যদিও পক্ষী
শঙ্খচিলের মতো কেবল ওড়ার স্বপ্ন দেখিস ।
একরত্তি পাখনা মেলে উড়তে চাইবি যখন
ফিঙে কিংবা বুলবুলিতে খপ্ করে দেয় মুখে
একে একে বিহঙ্গেরা ডানা মেলে বহু দূরে যায়
নীলসাগরের গভীর জলে ঝাঁপিয়ে পড়ে শিকার
ছোঁ মেরে নখরে ধরে মাস্তুলের উপরে বসে ।
জন্মকুলের ইতিহাস তোর কিছুই স্মরণ নাই
বামন হয়ে চাঁদ ছুঁতে চাস , বৃথাই দেখিস স্বপ্ন।