অবশেষে চলে এলাম
বাড়ি থেকে অনেক দূরে
বনগাঁ ছেড়ে আর কিছু দূর
ছায়ামাখা পারমদনপুরে ।
গাছগাছালি নানা রকম
হরেক পাখির হরবোলা
আমরা কজন বন্ধু মিলে
হলেম সেদিন দিলখোলা ।
তিরতিরিয়ে বইছে নদী
ইছামতী শীর্ণ হয়ে
দিনদুপুরে হরিণ ঘোরে
বুক উঁচিয়ে নির্ভয়ে ।
চড়ুইভাতি করতে আসে
কাছে দূরের মানুষজন
কথাশিল্পী বিভূতিভূষণ
ছিলেন হেথা আপনজন ।