চুরি করি ডাকাতি করি
মাঝে মাঝে বাটপার
সামালদাতা তোমরা যারা
হবে পাপের ভাগীদার ।
পথেঘাটে সুযোগ বুঝে
ছিনতাইয়ে করি না ভুল
লকেট সহ সোনার চেন আর
জোড়া কানের দুল ।
সামালদাতা আছে বলে
সাহস আমার বাড়ে
তারই খুঁটির জোরে দেখি
পুলিশ ধরেও ছাড়ে ।
রাজনীতির দাদার জোরে
পুলিস সাহস না পায়
এইভাবে তাই দিনগুলো
বেশ তো কেটে যায়।
(দুবাই , ১৪-১১-২০২৩)