অনেক সময়ে পালা বদলায় দেশে
শয়তান আসে ধার্মিক সাধুর বেশে
উপড়ে দিয়ে শস্য উজাড় করে মাঠ
শ্যাওলা আর আগাছায় ভরে ঘাট ।
কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে কারখানা
তবুও প্রকাশ্যে সবকথা বলতে মানা
সিঁদুর পরে নারী পায় না কোন রেহাই
জ্যান্ত মানুষ উলঙ্গ হয়ে মাখে ছাই ।
শান্তিতে পারে না কিছু মানুষ বসবাস
শকুনে ছিঁড়ে খায় জীবন্ত কিছু লাশ
এদেশে এখন পূর্ণিমার রাতের চাঁদ
ইঁদুর ধরার কলে পাতা মৃত্যুর ফাঁদ ।
এ গ্রামের রক্ত ধোয়া , জামা রক্তমাখা
সন্দেহের চোখে দেখে ওদের দৃষ্টি বাঁকা
যতই স্লোগানে স্লোগানে আকাশ কাঁপাক
দেশের মাটিতে যতই তাজা রক্ত মাখাক
সে-দেশ আবার কোন একদিন আসছে
ভালবাসার গন্ধে মানুষের যেন ভাসছে
অনাবৃষ্টি কেটে গিয়ে আবার আসবে বৃষ্টি
সোনার দেশে হবে আবার সোনালী সৃষ্টি ।