ওর ডাকে ঘুম ভাঙ্গলো
মোটেও উঠতে করছিল না
কিন্তু বরফ বরফ শুনতেই
তড়াক করে লাফিয়ে উঠলাম ;
জানালার পর্দা একটু সরিয়ে দেখি
চারিদিকে দুধসাদা বরফে ঢাকা
তখনো গুঁড়ো গুঁড়ো বরফ পড়ছে ।
গরম পোশাক পরে উইণ্ডচিটার জড়িয়ে
বেরিয়ে পড়লাম : ধু ধু সাদা বরফে
ঢেকে গেছে ঘাস ; তুলোর মতো নরম
দূরে পাইনের বনে গাছের পাতায় বরফ ।
আমার সমস্ত জমাট বাঁধা দুঃখ
আজ তুলো হয়ে ছড়িয়ে পড়ছে
জীবনের প্রথম তুষারপাত
বরফের অনাঘ্রাত সুগন্ধ
আমার চোখে মুখে মগজে হৃদয়ে
পাওয়া না-পাওয়ার চাহিদা গেছে হারিয়ে ।
এই বরফের নরম গুঁড়ো আমি
আমার সর্ব অঙ্গে মেখে নিয়ে
এক শুভ্র দিগম্বর সন্ন্যাসী হয়ে যাব ।