যেখানে যাওয়ার কথা ছিল ,
যে পথ ধরে চলার কথা ছিল
সেখানে একটা নদী বইতো
কত বিচুলিবাহী নৌকা বয়ে যেত
নদীর পাড়ে বাবলা গাছে হলুদরঙ্গা ফুল ছিল
একটা খালি নৌকার মাঝি গান গাইতো
সে পথ ভুলে ক্রমশঃ উঁচু দিকে হেঁটে চলছি
পাহাড়ী আঁকাবাঁকা পথ
দু একটা গাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছে
আপনমনে হেঁটে চলেছি
তিনজন মেয়ে নেপালী গান গাইতে গাইতে যাচ্ছে
আমি এগোই তারাও যায় এগিয়ে
তাদের গন্তব্য জানিনে
আমি কোথায় ঠিক চলেছি জানি না
কিন্তু পথটি সুন্দর ,  চলতে ভালই লাগছিল
একটা নদী দেখি উপর থেকে নিচে লাফিয়ে পড়ছে
হঠাৎ একজন বলে , ই বাবু ---
কী বলি থতমত খেয়ে যাই
তাই তো আমার গন্তব্য জানিনে
তারা তিনজনেই খিলখিল করে হেসে ওঠে
সে-হাসি প্রতিধ্বনিত হয়ে আমার কানে আসে
কিছু বলতে পারিনি , থামতেও পারছিলাম না
জায়গাটা বড় সুন্দর ছিল
পথটাও খুব আকর্ষণীয়
গাছগাছালি , নানা রকম পাখি , আঁকাবাঁকা পথ
আমাকে মোহিত করেছিল ;
এখনো সেই চলা থামেনি
পাহাড়ের টানে পাহাড়ের পথে ঘুরে চলেছি ।