তোমার যত খুশি ইচ্ছা
টাকার পাহাড় গড়
পাহাড় বুকে নিয়ে তুমি
টাকার তৃষ্ণায় মর ।
খেয়ে পরে যদি আমার
অর্থ কিছু জমে তখন
বেড়িয়ে আমি ওড়াই ।
এই ভাবে ধীরে ধীরে
কত দেশে গড়াই ।
কত কী যে দেখি সেথা
স্বপ্নগুলো ভরে
অর্থ লিপ্সা তোমার মনে
আশার পিছন মরে ।
যতই তোমার টাকাকড়ি
মনের দিকে ফকির
অর্থ বিত্ত ঘাটতি হলেও
মনের বেলায় আমির ।
( ১৮ জুন ২০২৪ , খুজান্দ , তাজিকিস্তান )