বলছি না আমি কবির মতো
রাজা তোর কাপড় কোথায়
বলছি আমি চাষীর ভাষায়
রাজা তোর পাল্টা কাপড়
লেগে আছে রক্তের দাগ
বেমানান লাগে ওই সাজে
রাজা তোর হাত ধুয়ে ফেল
হাতে এখনো রক্তের ছাপ
নখগুলো সব ময়লা ভরা
মিথ্যা ভাষণ দূর করে ফেল ।
এঁটোকাঁটা খাচ্ছে চড়ুই
তাদের কেন তাড়িয়ে দিস
নীড়ের পাখি ডাকছে ডাকুক
টুঁটি টিপে কেন ধরিস
ওরা বাঁচুক ওদের মতো ।