ওমান উপসাগরের তীরে বসে
মাস্কটে একাকিনী কোকড়ানো চুল
হিজাবে ঢাকা কীভাবে বেরিয়ে আসে
যেই উন্মুক্ত মাথা তার সোনালী মুখ
উঁকি মারে ; তার অব্যক্ত দুঃখ
উপসাগরের ফিরোজা রঙের জল
ছিটিয়ে দূর সাগরের দিকে চেয়ে বিমনা ।

দীর্ঘ সময় এভাবেই কাটে
অস্তগামী সূর্যের গোলাপী আভা প্রতিবিম্বিত
ধীরে ধীরে আঁধার নামে ।

( ২৪-১১-২০২৩ : মাস্কট)