একটা নতুন দেশ মানে নতুন এক ভূখণ্ড
আঁকাবাঁকা রেখায় সীমাবদ্ধ
আজ যখন ওমানে এলাম আবু ধাবি থেকে
মাস্কটে তখন ভিন্ন প্রকৃতি
নিকটেই যার বিস্তীর্ণ মরু
কোথাও শৈল শহর যার গর্ভে ঝর্ণা
নদী গিয়ে জল ঢালে
ওমান উপসাগরের স্বচ্ছ নীল জলে
এই দেশে মে থেকে আগস্ট
যখন তাপপ্রবাহ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে
ঘোরাফেরা করে তখন সালালাহয়
উপভোগ্য আবহাওয়া
সুলতানের বিলাসবহুল নির্মক্ষিক প্রাসাদ ,
আর কত সব কারুকার্যময় মসজিদ ,
যেদেশের আইন শ্রীঙ্খলা স্থানীয়, উপমহাদেশীয়
কিংবা অনটনপীড়িত আফ্রিকার দেশের
কালো মানুষদের সমান চোখে দেখে ;
এখানে নৈরাজ্য নেই
এখানে হতাশা নেই
যত না এদেশের লোক
তত বেশি লোক বিদেশের
সবাই কর্মসংস্থানের নিযুক্ত
এখানে যে তিনটি শহর চষে বেড়িয়েছি সেই মাস্কট , নিজওয়া , সালালাহ
আমাকে করেছে মুগ্ধ ।
এই দেশে যেসব লোকের সঙ্গে আলাপ হয়েছে
তারা যেন কতদিনের পরিচিত
এদের অতিথি পরায়ণতা আমাকে করেছে বিমুগ্ধ
কেউবা নিজের বাড়িতে নিমন্ত্রণ করে
সালালাহ, ওমান ২১/১১/২৩